বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ৩১ লাখ ৩৩ হাজার

বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ৩১ লাখ ৩৩ হাজার
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আরও সাড়ে ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এতে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৩১ লাখ ৩৩ হাজারের বেশি।

সোমবারও ১৩শর কাছাকাছি মৃত্যুতে ব্রাজিলে মোট প্রাণহানি তিন লাখ ৯২ হাজারের ওপর। তবে লাতিন দেশটিতে দৈনিক সংক্রমণ শনাক্তের হার অনেকটাই কমে এসেছে।
যুক্তরাষ্ট্রে ৪৬ হাজারের মতো মানুষের দেহে নতুনভাবে করোনা শনাক্ত হয়েছে এবং একদিনে মারা গেছেন ৪২৭ জন। ইরানে হঠাৎই বেড়েছে মহামারির প্রকোপ। ২৪ ঘণ্টায় দেশটিতে ৫শর মতো মানুষ মারা গেছে এবং শনাক্ত হয়েছে ২১ হাজারের বেশি। একই হাল তুরস্কের। সেখানে সোমবার ৩৭ হাজারের ওপর মানুষের করোনা শনাক্ত হয়েছে এবং মৃত্যুহয়েছে সাড়ে ৩শ জনের। বিশ্বে নতুন আরও ৬ লাখ ৬৮ হাজারের ওপর মানুষের দেহে শনাক্ত হয়েছে ভাইরাসটি। মোট সংক্রমিত ১৪ কোটি ৮৫ লাখের মতো।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন