সিরাজগঞ্জ প্রতিনিধি : নোংরা পরিবেশে সংরক্ষণ ও পচা খেজুর বিক্রির দায়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তিন আড়তদারকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।নেতৃত্ব দেন অধিদপ্তর সিরাজগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি। মাহমুদ হাসান রনি জানান, নোংরা পরিবেশে সংরক্ষণসহ পচা খেজুর বিক্রির দায়ে গোলচত্বর এলাকার দুলাল ফল ভাণ্ডারকে ২০ হাজার, মুন ট্রেডার্সকে পাঁচ হাজার ও অরুপ এন্টারপ্রাইজকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।