বৈদ্যুতিক তারে যুবক, দেড়ঘণ্টা পর জীবিত উদ্ধার

বৈদ্যুতিক তারে যুবক, দেড়ঘণ্টা পর জীবিত উদ্ধার
রংপুর প্রতিনিধি :  রংপুরে বৈদ্যুতিক তারে আটকে পড়া এক যুবককে দেড়ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। বিদ্যুতায়িত হয়ে শরীরের অধিকাংশ জায়গা পুড়ে গেলেও অলৌকিকভাবে তিনি বেঁচে আছেন।সোমবার (২৬ এপ্রিল) ভোরে এরশাদ মোড়ের করণজাই রোডের একটি বৈদ্যুতিক খুঁটি থেকে তাকে উদ্ধার করা হয়। আটকে পড়া ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি।স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজের সময় হঠাৎ বিকট শব্দ হয়ে ১১ হাজারের ভোল্টেজের বিদ্যুতের খুঁটিতে আগুন লেগে যায়। স্থানীয়রা বের হয়ে খুঁটির তারে ঝুলন্ত একজনকে দেখতে পেয়ে ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ অফিসে খবর দেন।   খবর পেয়ে আগুন নিভিয়ে ওই যুবককে সেখান থেকে উদ্ধার করা হয়। তবে উদ্ধারের প্রয়োজনীয় সরঞ্জামাদি ও উদ্ধার কর্মীরা আসতে দেরি হওয়ায় প্রায় দেড় ঘণ্টার বেশি সময় ওভাবেই ঝুলন্ত ছিলেন যুবকটি। উদ্ধার শেষে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।এ বিষয়ে রংপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক একেএম শামসুজ্জোহা বলেন, জীবিত অবস্থায় অজ্ঞাতপরিচয় ওই যুবককে উদ্ধার করা হয়। শরীরের বেশির ভাগ অংশই পুড়ে গেছে। আশংকাজনক অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি