মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
মাগুরা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলায় ধানের জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিজানুর রহমান বিশ্বাস (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।নিবার (২৪ এপ্রিল) সকালে উপজেলার বেলনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত মিজানুর ওই গ্রামের মৃত ওলিয়ার বিশ্বাসের ছেলে।নিহতের ছোট ভাই জুলফিকার আলী জানান, বেশ কিছুদিন আগে স্থানীয় একটি মাদরাসা থেকে ধানের জমির ওপর দিয়ে বিদ্যুতের সংযোগ নিয়ে ইট ভাটা দেওয়া হয়েছে। শনিবার সকালে ধানের জমির ওপর দিয়ে যাওয়া বিদ্যুৎ সংযোগের তার ঝুলে পড়লে তা হাত দিয়ে সরাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসক অমর প্রসাদ তাকে মৃত বলে ঘোষণা করেন।মাগুরা সদর থানার ওসি জয়নাল আবেদিন জানান, বেগলনগর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মাগুরা সদর থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন