চীনের সঙ্গে বেল্ট অ্যান্ড রোড চুক্তি বাতিল করেছে অস্ট্রেলিয়া

চীনের সঙ্গে বেল্ট অ্যান্ড রোড চুক্তি বাতিল করেছে অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক :
চীনের সাথে বিতর্কিত বেল্ট অ্যান্ড রোড (বিআরআই) চুক্তি বাতিল করেছে অস্ট্রেলিয়া। দেশটি এখন মনে করছে, ওই চুক্তি তাদের জাতীয় স্বার্থের পরিপন্থী।অস্ট্রেলিয়ার এমন সিদ্ধান্তে ক্যানবেরা এবং বেইজিংয়ের মধ্যে উত্তেজনা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।  বুধবার জারি করা এক সরকারি আদেশে স্কট মরিসন সরকার ভিক্টোরিয়া রাজ্য সরকার এবং চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের মধ্যে স্বাক্ষরিত চুক্তি বাতিল করে দেয়। ২০১৮ সালের ৮ অক্টোবর চুক্তিটি সই হয়েছিল। এছাড়া ২০১৯ সালের ২৩ অক্টোবর উভয় পক্ষের মধ্যে স্বাক্ষরিত একটি কাঠামো চুক্তিও বাতিল করা হয়েছে।  অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মারিস পেইন বলেছেন, কমনওয়েলথের নতুন বিদেশি ভেটো আইনের অধীনে বিআরআই চুক্তি বাতিল করা হয়েছে।  দ্য সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে, এই প্রকল্পের জন্য ফেডারেল সরকারকে এমন চুক্তি বাতিল করতে হবে যা রাজ্য, অঞ্চল, স্থানীয় সরকার এবং বিশ্ববিদ্যালয়গুলি যদি দেশের জাতীয় স্বার্থের বিরোধিতা করে তবে তারা বিদেশি সরকারের সাথে চুক্তি করবে।২০১৩ সালে শুরু হওয়া বিআরআই চীনের জন্য নতুন রুট তৈরি করতে স্থল ও সামুদ্রিক বাণিজ্য নেটওয়ার্কের মাধ্যমে আফ্রিকা ও ইউরোপের সাথে এশিয়াকে সংযুক্ত করার জন্য শি জিনপিংয়ের বিশাল পরিকল্পনা।অস্ট্রেলীয় পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি এই চুক্তিকে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র নীতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বা বৈদেশিক সম্পর্কের প্রতি বিরূপ বলে মনে করেন।  গত বছরের এপ্রিল থেকে চীন-অস্ট্রেলীয় সম্পর্ক নিম্নমুখী হয়ে পড়ে, যখন ক্যানবেরা করোনা ভাইরাসের উৎপত্তি সম্পর্কে একটি স্বাধীন আন্তর্জাতিক তদন্তের প্রস্তাব দিয়ে বেইজিংকে ক্ষুব্ধ করেছিল।ক্যানবেরা বেশ কয়েক মাস ধরে বেইজিংয়ের সঙ্গে চলমান বাণিজ্য যুদ্ধে আবদ্ধ রয়েছে, যা চীনকে অস্ট্রেলিয়ার বিভিন্ন পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে দেখেছে।বেইজিং গরুর মাংস, বার্লি এবং ওয়াইনসহ কোটি কোটি ডলারের অস্ট্রেলীয় রপ্তানির পরিমাণ বেশ কয়েকটি বিধিনিষেধ আরোপ করেছে, ডাম্পিং এবং অন্যান্য বাণিজ্য লঙ্ঘনের কথা উল্লেখ করে যা বিশ্লেষকরা ব্যাপকভাবে অর্থনৈতিক প্রতিশোধ নেওয়ার অজুহাত হিসাবে দেখেন।চীন ২০২০ সালের নভেম্বর থেকে অস্ট্রেলীয় কয়লা, চিনি, বার্লি, লবস্টার, ওয়াইন, তামা এবং কাঠ আমদানি অনানুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করেছে। এটি বার্লির ওপর অ্যান্টি-ডাম্পিং শুল্কও আরোপ করেছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন