ঐতিহ্য আর আধুনিকতার মিশেলে নিপুণের ঈদ আয়োজন

ঐতিহ্য আর আধুনিকতার মিশেলে নিপুণের ঈদ আয়োজন
লাইফস্টাইল ডেস্ক : ঐতিহ্য আর আধুনিকতা সমান্তরালে উপস্থাপন করে চলছে নিপুণ। যেমন ঐতিহ্যবাহী সূচিশিল্প আজও তাদের পোশাকে স্থান পায় সমসময়ের ট্রেন্ডের আলোকে।
ব্যতিক্রম ঘটেনি নিপুণের এবারের ঈদ কালেকশনে।রং, কাপড় ও ডিজাইন বৈচিত্র্যকে প্রাধান্য দিয়ে তৈরি হয়েছে নিপুণের ঈদ কালেকশন। করোনাকালের ঈদ হলেও অনেকেই ভাবতে শুরু করেছে কেনাকাটা নিয়েও।  এবারের ঈদ যেহেতু গরমে, তাই আরামদায়ক কাপড়ে পোশাক তৈরি করা হয়েছে। ফেব্রিক হিসেবে প্রাধান্য পেয়েছে সুতি, লিনেন, জয়সিল্ক ও সুতি। আরামদায়ক ফেব্রিকে তৈরি নিপুণের ঈদ কালেকশনে তুলে ধরা হয়েছে উৎসবের মেজাজ। সেখানে থাকছে নিজস্ব ডিজাইনের শাড়ি, সালোয়ার-কামিজ, লং কুর্তি, রেগুলার কুর্তি, টপস-স্কার্ট, কটি, পাঞ্জাবি, ফতুয়া, শার্ট, টি-শার্ট এবং অর্নামেন্টস ও গৃহসজ্জা সামগ্রী। 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন