আইনজীবী ব্যারিস্টার লিও সাহা মারা গেছেন

আইনজীবী ব্যারিস্টার লিও সাহা মারা গেছেন
 নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভের পর পরবর্তী সময়ের জটিলতায় হাসপাতালে চিকিৎসাধীন সুপ্রিম কোর্টের তরুণ আইনজীবী ব্যারিস্টার লিও সাহা কেনেডি মারা গেছেন।শুক্রবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে এগারোটার দিকে তার মৃত্যু হয়।ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক জানান, করোনা আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে করোনা নেগেটিভ হলে বাসায় যান। কিন্তু শারীরিক জটিলতা দেখা দেওয়ায় তিনি আবার হাসপাতালে ভর্তি হন। পরে শুক্রবার বেলা ১১টা ২৫ মিনিটে তিনি মারা যান। তার স্ত্রী চিকিৎসক। আর একমাত্র কন্যার বয়স ৪ বছর।  ব্যারিস্টার লিও সাহা কেনেডির গ্রামের বাড়ি ভোলা জেলায়। তিনি ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হন।

Leave a reply

Minimum length: 20 characters :: 99 characters remaining

More News...

বীরগঞ্জে শিশু সন্তানকে নিয়ে ‘গ্যাস ট্যাবলেট’ খেয়ে মা-মেয়ের মৃত্যু

দালালমুক্তসহ মাদক নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালন করায় বিপাকে রাজৈর থানার ওসি