নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এসময় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ১০৮ জন।সোমবার (১৯ এপ্রিল) জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ এ তথ্য জানান।গত ২৪ ঘণ্টায় মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৭৫টি। এ নিয়ে নারায়ণগঞ্জে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ১৮৫ জন। করোনায় মারা গেছেন ২০২ জন। মোট সুস্থ হয়েছেন নয় হাজার ৯৭৯।