চুয়াডাঙ্গা: চট্টগ্রামে কয়লা বিদ্যুৎ কেন্দ্রে সংঘর্ষে পুলিশের গুলিতে নিহত শ্রমিক রাকিব হাসান রনির দাফন সম্পন্ন করা হয়েছে। সোমবার (১৯ এপ্রিল) সকালে নিজ গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার মিনহাজপুরে কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।এর আগে রোববার (১৮ এপ্রিল) দিনগত রাত ২টার দিকে তার মরদেহ পৌঁছায় মিনহাজপুরে। মরদেহ বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন তার স্বজনরা। নিহতের মরদেহ দেখতে ছুটে আসেন গ্রামের শত শত নারী-পুরুষসহ সব বয়সী মানুষজন। সে সময় স্বজনদের কান্না ও আহাজারিতে ভারী হয়ে ওঠে সেখানকার বাতাস। রনির অকাল এ মৃত্যুতে তার পরিবারে চলছে শোকের মাতম। আদরের ছোট ছেলের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়ছেন মা-বাবা গত ১৭ এপ্রিল দুপুরে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারা এলাকায় কয়লা বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক অসন্তোষের জের ধরে শ্রমিক-পুলিশ ও এলাকাবাসীর মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে পুলিশের গুলিতে পাঁচজন নিহত এবং অন্তত ১২ জন আহত হন। নিহতদের মধ্যে একজন চুয়াডাঙ্গার রনি।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।