চুয়াডাঙ্গা: চট্টগ্রামে কয়লা বিদ্যুৎ কেন্দ্রে সংঘর্ষে পুলিশের গুলিতে নিহত শ্রমিক রাকিব হাসান রনির দাফন সম্পন্ন করা হয়েছে। সোমবার (১৯ এপ্রিল) সকালে নিজ গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার মিনহাজপুরে কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।এর আগে রোববার (১৮ এপ্রিল) দিনগত রাত ২টার দিকে তার মরদেহ পৌঁছায় মিনহাজপুরে। মরদেহ বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন তার স্বজনরা। নিহতের মরদেহ দেখতে ছুটে আসেন গ্রামের শত শত নারী-পুরুষসহ সব বয়সী মানুষজন। সে সময় স্বজনদের কান্না ও আহাজারিতে ভারী হয়ে ওঠে সেখানকার বাতাস। রনির অকাল এ মৃত্যুতে তার পরিবারে চলছে শোকের মাতম। আদরের ছোট ছেলের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়ছেন মা-বাবা গত ১৭ এপ্রিল দুপুরে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারা এলাকায় কয়লা বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক অসন্তোষের জের ধরে শ্রমিক-পুলিশ ও এলাকাবাসীর মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে পুলিশের গুলিতে পাঁচজন নিহত এবং অন্তত ১২ জন আহত হন। নিহতদের মধ্যে একজন চুয়াডাঙ্গার রনি।