স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক আকরাম খান হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ৯ এপ্রিল করোনা পজিটিভ হওয়ার পর থেকে বাসায় আইসোলেশনে ছিলেন তিনি। কিন্তু কাশি বেড়ে যাওয়ায় তাকে বৃহস্পতিবার রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ধ্যার আগে তাকে হাসপাতালে আনা হয় বলে জানান আকরাম খানের স্ত্রী সাবিনা আকরাম। তিনি বলেছেন, ‘ওর (আকরাম খান) কাশিটা কমছে না। রিপোর্টে দেখেছি, ফুসফুসে ৩৫ ভাগ সংক্রমণ রয়েছে। তাই ডাক্তারের পরামর্শে হাসপাতালে নিয়ে আসছি। অক্সিজেন স্যাচুরেশন লেভেল ভালো আছে। এখানে আসার পর বেশকিছু টেস্ট করা হয়েছে। সবাই দোয়া করবেন ওর জন্য।’ করোনা আক্রান্ত হলেও খুব বেশি উপসর্গ ছিল না বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান আকরাম খানের। ৫২ বছর বয়সি সাবেক এ ক্রিকেটার আইসোলেশনে ছিলেন। তবে ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাকে।