অনলাইনে বর্ষবরণ করল বোধন

অনলাইনে বর্ষবরণ করল বোধন
নাট্যজন আহমেদ ইকবাল হায়দার বলেন, আমি যদি বাইরে যেতে না পারি, মানুষের কাছে যেতে না পারি, ছোঁয়া না পাই, গাছের নিচে বসে গান শুনতে না পারি তাহলে ঐ উপলব্ধি থাকে না। প্রকৃতি আমাদের শিক্ষা দেয় যে, আমাদের ঘুরে দাঁড়াতে হবে। মহামারি কেটে যাক, আবার মানুষ উঠে দাঁড়াক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোধনের সভাপতি আবদুল হালিম দোভাষ। তিনি শৈশবের বর্ষবরণের স্মৃতিচারণ করে বলেন, করোনার কারণে আমরা বর্ষবরণে যেতে পারছি না, কিন্তু আমাদের প্রাণ তো থেমে নেই, আমাদের আকাঙ্ক্ষা থেমে নেই। তাই অন্তত অনলাইনে প্রাণের বন্ধুদের সঙ্গে দেখা করার প্রয়াস বোধন নিয়েছে। অনুষ্ঠানে যারা সম্পৃক্ত হয়েছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।

অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি এজাজ ইউসুফী ও কবি সুব্রত চৌধুরী। আবৃত্তি করেন ড. অমিতাভ কাঞ্জিলাল (ভারত), শিমুল নন্দী ও মৌমিতা চৌধুরী। সংগীত পরিবেশন করেন শিল্পী পপলি চক্রবর্তী, মন্দিরা চৌধুরী ও মধুলিকা মণ্ডল। নৃত্য পরিবেশন করে ওডিসি অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার এবং নটরাজ নৃত্যাঙ্গন একাডেমি। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অসীম দাশ ও হোসনে আরা তারিন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বীরগঞ্জে শিশু সন্তানকে নিয়ে ‘গ্যাস ট্যাবলেট’ খেয়ে মা-মেয়ের মৃত্যু

দালালমুক্তসহ মাদক নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালন করায় বিপাকে রাজৈর থানার ওসি