নিজস্ব প্রতিবেদক : হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা আজিজুল হক ইসলামাবাদীকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সোমবার (১২ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী রিমান্ডের এই আদেশ দেন।হেফাজতের শাপলা চত্বর কাণ্ডে ২০১৩ সালে হওয়া মামলার এজাহারভুক্ত আসামি তিনি। সেই মামলায় গ্রেফতার আজিজুলকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চায় পুলিশ। আবেদনের প্রেক্ষিতে বিচারক রিমান্ডের এই আদেশ দেন।ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) যুগ্ম-কমিশনার মো. মাহবুব আলম বলেন, ২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের জ্বালাও-পোড়াও ও ভাঙচুরের অভিযোগে আজিজুল হক ইসলামাবাদীর বিরুদ্ধে ৫টি মামলা হয়। ওই মামলায় রোববার (১১ এপ্রিল) অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।