বৈশাখের বাজারেও করোনার থাবা 

বৈশাখের বাজারেও করোনার থাবা 
 নিজস্ব প্রতিবেদক : করোনার দ্বিতীয় ঢেউয়ের আঘাতে আমেজহীন পহেলা বৈশাখের কেনাকাটায়। দু’দিন বাদে পহেলা বৈশাখ হলেও ক্রেতাশূন্যতায় দিন পার করছেন শাহবাগের আজিজ সুপার মার্কেটের বিক্রেতারা।একই অবস্থা রাজধানীর বিপণিবিতানের।রোববার (১১ এপ্রিল) বিকেলে সরেজমিনে আজিজ সুপার মার্কেটে গিয়ে এমন দৃশ্য নজরে পড়ে। অনেক ফ্যাশন হাউস বৈশাখের নতুন কালেকশন উঠায়নি।আজিজ সুপার মার্কেটের ফ্যাশন হাউস ঢাকঢোলের স্বত্বাধিকারী আব্দুল্লাহ রায়হান  বলেন, এবারের বৈশাখে ব্যবসা হবে না সেটা আগেই অনুমেয় ছিল। যার কারণে এবার নতুন কালেকশন তোলা হয়নি।এবারের বিক্রি নিয়ে তিনি বলেন, কোনো বিক্রিই নেই। একদিকে করোনার কারণে মার্কেট বন্ধ ছিল। খোলার পরও ক্রেতারা আসছেন না। ফলে পুরোটাই লস।একই কথা বললেন বিসর্গ ফ্যাশনের স্বত্বাধিকারী স্বপন সিকদার। তিনি বলেন, খুবই খারাপ অবস্থা এবারের বৈশাখের বেচাবিক্রির। দোকান খোলা রাখাটাই লস।কাপড় ই বাংলার স্বত্বাধিকারী সুরসালিন বিথুন বলেন, যেহেতু এবার পহেলা বৈশাখের দিনই প্রথম রোজা সেহেতু আগেই ধারণা ছিল বিক্রি ভালো হবে না। এর পর করোনার কারণে লকডাউন। ফলে এবার ব্যবসার অবস্থা খুবই খারাপ।এদিকে করোনার কারণে প্রায় সব ফ্যাশন হাউসই এবার তাদের পণ্য অনলাইনে বিক্রির ব্যবস্থা নিয়েছে।আড়ং, অঞ্জন’স, দেশাল, রঙ বাংলাদেশ, বিশ্ব রঙ, কে ক্রাফট, সাদাকালো, বাংলার মেলা, বিবিয়ানা ও নিপুণসহ দেশের সব ফ্যাশন হাউসের শো-রুমে ও অনলাইনে পাওয়া যাচ্ছে বৈশাখের নতুন পোশাক।এবারের বৈশাখে ফ্যাশন হাউসগুলোর পাঞ্জাবিতে থাকছে নিখুঁত নকশা আর সূচি কর্মের সম্মিলিত ক্যানভাস। রঙের ক্ষেত্রে অপ্রচলিত রংও রয়েছে লাল-সাদার পাশাপাশি।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি