ব্রাহ্মণবাড়িয়া: হেফাজতে ইসলামের ডাকা হরতালে ভাঙচুর ও অগ্নিসংযোগের কারণে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বসার কোনো স্থান না থাকায় পৌরভনের সড়কের সামনে অস্থায়ী কার্যালয় বানিয়ে কার্যক্রম পরিচালনা শুরু করেছে পৌর কর্তৃপক্ষ।বৃহস্পতিবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় খোলা আকাশের নিচে বসেই দায়িত্বভার গ্রহণ করেন পৌরসভার নবনির্বাচিত মেয়র নায়ার কবির ও কাউন্সিলররা।দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানে মেয়র নায়ার কবির বলেন, হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের ভাঙচুর-অগ্নিসংযোগের কারণে পৌরসভা ভবনটি ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। পুড়িয়ে দেওয়া হয়েছে সকল রেকর্ডপত্র, নথিপত্র ও ১৫০ বছরের ঐতিহ্যকে। এ ঘটনার দুঃখ করার ভাষা আমার নেই। বর্তামানে ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তাই বাধ্য হয়ে খোলা আকাশের নিচে রাস্তায় বসে মেয়রের দায়িত্ব নিতে হলো।তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে পৌর নাগরিকরা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এজন্য দ্রুত সময়ের মধ্যে নাগরিক সেবা চালুর চেষ্টা চলছে। সকলের সহযোগিতা না পেলে ধ্বংস্তুপে পরিণত পৌরসভার সেবা চালু করা সম্ভব হবে না।এ সময় পৌরসভার সচিব শামছুদ্দিন, নির্বাহী প্রকৌশলী নিকাশ চন্দ্র মিত্র, সহকারী প্রকৌশলী কাউসার আহমেদ ও হিসাব রক্ষণ কর্মকর্তা কাউসার প্রমুখ উপস্থিত ছিলেন। গত ২৮ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে দ্বিতীয়বারের মতো মেয়র পদে নির্বাচিত হন নায়ার কবির। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।