শীতলক্ষ্যায় সেতুর নকশার কারণে আরও দুর্ঘটনার শঙ্কা

শীতলক্ষ্যায় সেতুর নকশার কারণে আরও দুর্ঘটনার শঙ্কা
 নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে লঞ্চ ডুবির ঘটনাস্থলের কাছে সেতুর নকশার কারণে ভবিষ্যতে আরও দুর্ঘটনার আশঙ্কা করছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।বুধবার (০৭ এপ্রিল) সচিবালয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে নৌ নিরাপত্তা সপ্তাহ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এসময় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি অংশ নেন।ওই স্থানে সেতুর পিলার দৃষ্টিপথে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীন নৌ চলাচল (যাত্রী পরিবহন) সংস্থার সভাপতি মাহবুব উদ্দীন।রোববার (০৪ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ থেকে যাত্রীবাহী লঞ্চ সাবিত আল হাসান প্রায় অর্ধশত যাত্রী নিয়ে মুন্সিগঞ্জ যাওয়ার পথে কয়লাঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে প্রিমিয়ার সিমেন্ট সংলগ্ন এসকে ৩ কোস্টার জাহাজের আঘাতে ডুবে যায়।নৌ নিরাপত্তা সপ্তাহের অনুষ্ঠানে অংশ নিয়ে মাহবুব উদ্দীন বলেন, দুর্ঘটনাস্থলে সেতুর পিলার দৃষ্টিপথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এই দুর্ঘটনা এড়ানো যেত যদি মাস্টার নদীর সরু চ্যানেলের কথা চিন্তা করে আগে থেকেই জাহাজটির গতি নিয়ন্ত্রণ করতেন।নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ বলেন, এটা খুবই দুর্ভাগ্যজনক। আমাদের কাছে অনাকাঙিক্ষত। প্রথম যখন সংবাদ পেলাম তখন মনে হয়েছে কাল বৈশাখী ঝড়ে দুর্ঘটনা ঘটেছে। আজকে দুর্ঘটনার বিষয়ে বীর মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দীন কিছুটা আভাস দিয়েছেন। তবে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সে তদন্ত রিপোর্টের ভিত্তিতে আমাদের বক্তব্য পেশ করবো।নৌ প্রতিমন্ত্রী বলেন, মাহবুব উদ্দীন সাহেব বলেছেন, আমার কাছেও মনে হয়েছে, গতকাল আমি ছবিটি দেখেছি। এর আগে ভিডিও ক্লিপ দেখেছি। কালকে যে সেতুর ছবিটি দেখেছি, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ব্যস্ত নৌ রুট এটা। নদী এমনিই ছোট হয়ে আসছে বিভিন্ন কারণে। সেখানে আরও বেশি ছোট করে দেওয়ার ক্ষেত্রে সেতুর পিলার দুটি স্থাপন করা হয়েছে। আমরা সার্বক্ষণিক বিভিন্ন পর্যায়ের লোকদের সঙ্গে কথা বলেছি। মাহবুব সাহেব বলেছেন, পিলার দৃষ্টি সীমানায় বাধা হয়ে থাকতে পারে, এটা আমি জানি না। তদন্তে বেরিয়ে আসবে।খালিদ মাহমুদ আশঙ্কার কথা জানিয়ে বলেন, সেখানে পাশাপাশি পিলার দুটো থাকার কারণে যে দুর্ঘটনা ঘটেছে, মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবো আর যেন না হয়। কিন্তু আমার আশঙ্কা ভবিষ্যতে এখানে মনে হয় আরও দুর্ঘটনা হতে পারে শুধু এই নকশার কারণে। আমরা এ বিষয়ে সেতু বিভাগের সঙ্গে কথা বলবো, এটার বিকল্প কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা।প্রতিমন্ত্রী বলেন, আগে যে দুর্ঘটনা হতো কাল বৈশাখী ঝড় বা স্রোত বা নকশা বিভিন্ন কারণে, আমরা এগুলোর ব্যাপক উন্নতি সাধন করেছি। এই ধরনের দুর্ঘটনা আমরা সড়কে দেখি, একটির সঙ্গে আরেকটির মুখোমুখি সংঘর্ষ। নৌপথে আমাদের পর পর দুটি দেখতে হলো। এটাও একই ধরনের ঘটনা। যেখানে ৫০ জনের মতো যাত্রী ছিল, ৩৫ জনের সলীল সমাধি হয়েছে।এই দুর্ঘটনার বিষয়ে বিআইডব্লিউটিএ একটি হত্যা মামলা করেছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, কার্গো ভেসেলের অনুমোদন নেই বলে কথা বলা হচ্ছে, সেই ভাসমান কথার সাথে আমি যুক্ত হতে পারি না। আমরা আইন-শৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি সেটার নিবন্ধন থাক আর না থাক যেহেতু সেটা ধাক্কা মেরেছে সেটা যেন আইনের আওতায় আনা হয়। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গেও কথা বলেছি, এটা যেন দ্রুত আইনের আওতায় আসে।প্রতিমন্ত্রী বলেন, আমরা চেষ্টা করবো অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা এবং তদন্ত রিপোর্ট আপনাদের সামনে নিয়ে আসবো। তদন্ত রিপোর্টের যেন যথাযথ প্রয়োগ ও আইনগত ব্যবস্থা নেওয়া হয় সে ব্যাপারে আমরা সদা প্রস্তুত আছি।ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথে নৌযান চলাচলে বাধা সৃষ্টিকারী সেতুগুলোর বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, এগুলোর ব্যাপারে দীর্ঘ দিন কাজ হচ্ছে। এখানে প্রায় ১৬-১৭টি ব্রিজ চিহ্নিত করা হয়েছে। শুধু এটা নয়, আমরা যখন গোমতি দিয়ে সোনামুড়া যখন নিয়ে গেলাম সেখানে আমাদের অনেক চ্যালেঞ্জ। সেগুলো নিয়ে আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি আমাদের আশ্বস্ত করেছে যে, নৌপথে যেখানে যেখানে সেতুগুলো বাধা হিসেবে আছে সেগুলো ভবিষ্যতে সরিয়ে নৌপথের যেন বাধা না হয়ে দাঁড়ায় সে ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এটা তো রাতারাতি সম্ভব নয়। আমরা ধীরে ধীরে এগুলো করবো।‘মুজিব বর্ষের শপথ, নিরাপদ রবে নৌপথ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ৭-১৩ এপ্রিল দেশে নৌ নিরাপত্তা সপ্তাহ পালিত হবে। উদ্বোধন অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।  নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর এ জেড এম জালাল উদ্দিন সভাপতিত্ব করবেন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন