গণপরিবহন না পেয়ে রায়েরবাগে সড়ক অবরোধ

গণপরিবহন না পেয়ে রায়েরবাগে সড়ক অবরোধ
 নিজস্ব প্রতিবেদক : গণপরিবহন না থাকার প্রতিবাদে সোমবার (৫ এপ্রিল) সকাল ৯টার দিকে রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কর্মস্থলগামী সাধারণ মানুষ।পরে সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ এসে অবরোধকারীদের সরিয়ে দেয়৷ অবরোধের কারণে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়।একজন অবরোধকারী বলেন, সড়কে সব ধরনের যানবাহন চলাচল করছে। অফিস খোলা, কলকারখানা খোলা৷ কিন্তু শ্রমিক-কর্মচারীদের যাতায়াতের জন্য বাস নেই৷ আমরা এখন কর্মস্থলেও যেতে পারছি না৷করোনার সংক্রমণ বাড়ায় এর আগে রোববার (০৪ এপ্রিল) প্রজ্ঞাপন জারি করে সোমবার সকাল ৬টা থেকে আগামী রোববার (১১ এপ্রিল) রাত ১২টা পর্যন্ত দ্বিতীয় দফায় সারাদেশে লকডাউন ঘোষণা করে সরকার।

..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

নোয়াখালীতে হাতের অপারেশন করতে গিয়ে প্রাণ গেল নারীর

রাবি ছাত্রলীগের সাবেক নেতার বাড়িতে ভাংচুর ও ককটেল হামলা