বগুড়ায় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী আটক

বগুড়ায় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী আটক
বগুড়া প্রতিনিধি : বগুড়ার সোনাতলা উপজেলায় অভিযান চালিয়ে ৮০ বোতল ফেন্সিডিলসহ মো. আশরাফুল ইসলাম (৩৮) ও তার স্ত্রী মোছা. রুকছানা বেগম (৩৩) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।শুক্রবার (০২ এপ্রিল) বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে।আটক আশরাফুল ইসলাম ও রুকছানা দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর এলাকার মো. ওসমান গনির ছেলে ও পুত্রবধু।সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা  জানান, শুক্রবার সকাল ১০টার দিকে সোনাতলা পৌরসভার বোচারপুকুর এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মো. আশরাফুল ইসলাম ও তার স্ত্রী মোছা. রুকছানা বেগমকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে সোনাতলা থানায় মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা দিয়ে বিকেলে আদালতে পাঠানো হয়েছে।তিনি বলেন, আটক আশরাফুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন থানায় সাতটি মাদক মামলা এবং তার স্ত্রী রুকছানার বিরুদ্ধে একটি মামলা রয়েছে।

Leave a reply

Minimum length: 20 characters :: 99 characters remaining

More News...

বীরগঞ্জে শিশু সন্তানকে নিয়ে ‘গ্যাস ট্যাবলেট’ খেয়ে মা-মেয়ের মৃত্যু

দালালমুক্তসহ মাদক নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালন করায় বিপাকে রাজৈর থানার ওসি