চট্টগ্রাম প্রতিনিধি : দেশে কার্প জাতীয় মাছের একমাত্র প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র, বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে মা-মাছের মজুদ বাড়াতে ১০ হাজার বড় পোনা অবমুক্ত করা হচ্ছে। বৃহস্পতিবার (১ এপ্রিল) হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন ৩ হাজার পোনা অবমুক্ত করেন।উপজেলা প্রশাসনের এ উদ্যোগে সার্বিক সহযোগিতা করে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুল ইসলাম ও গড়দুয়ারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরোয়ার মোর্শেদ তালুকদার। সূত্র জানায়, গত প্রজনন মৌসুমে হালদা নদী থেকে সংগৃহীত মা-মাছের নিষিক্ত ডিম থেকে উৎপাদিত ৪ দিন বয়সী রেণু সংগ্রহ করে উপজেলা প্রশাসন। এরপর তা একটি মডেল পুকুরে বড় করে পুনরায় হালদা নদীতে অবমুক্ত করা হচ্ছে। হালদা নদীর রুই, কাতলা, মৃগেল ও কালিবাউশ মাছের ডিম থেকে উৎপাদিত পোনা দ্রুত বড় হওয়ায় দেশের মৎস্যচাষিদের কাছে কদর বেশি।