আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিতে অজ্ঞাত বন্দুকধারীর হামলায় শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় দু’জন আহত হয়েছেন।স্থানীয় সময় বুধবার (৩১ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।খবর দ্য নিউ ইয়র্ক টাইমসের।পুলিশ জানিয়েছে, আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাদের সঠিক পরিচয় এখনো জানা যায়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।যে ভবনে হামলা হয়েছে সেটি মূলত ছোট একটি বাণিজ্যিক ভবন হিসেবে পরিচিত। এর আগে গেলো মাসে আটলান্টা এবং কলোরোডার বোল্ডারে পৃথক দু’টি বন্দুক হামলার ঘটনা ঘটে।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।