বরিশাল উজিরপুর প্রতিনিধি : বরিশালের উজিরপুরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে।বৃহস্পতিবার (১ এপ্রিল) সকালে শিশুটির বাবা বাদী হয়ে উজিরপুর থানায় মামলাটি দায়ের করেন।মামলা ও পরিবারক সূত্রে জানা যায়, গত ৩০ মার্চ সকাল ১০টার দিকে উপজেলার পূর্ব সাতলা গ্রামের মিতুল বেপারীর ছেলে শিমুল বেপারী (১৯) ওই শিশুকে চকলেট দেওয়ার কথা বলে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। এরপর শিশুটি কাঁদকে কাঁদতে বাড়িতে গিয়ে তার বাবা-মাকে বিষয়টি জানায়। এ ঘটনা এলাকায় জানাজানি হলে স্থানীয়রা শিমুল বেপারীকে ধরতে গেলে টের পেয়ে সে পালিয়ে যায়।এদিকে, ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য দু’দিন ধরে কতিপয় প্রভাবশালী ব্যক্তি নানা ফন্দি আটেন। তবে বৃহস্পতিবার ১ এপ্রিল উজিরপুর মডেল থানায় শিশুর বাবা বাদী হয়ে অভিযুক্ত শিশুল বেপারীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল আহসান জানান, মামলা হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।