জয়পুরহাট: মানবাধিকার সংরক্ষণ পরিষদ জয়পুরহাট শাখার দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনে সভাপতি মাহবুব আলম মিলন ও দ্বিতীয় বারের মতো সাধারণ সম্পাদক পদে সরদার আনোয়ার হোসেন দিপু নির্বাচিত হয়েছেন। সোমবার (২৯ মার্চ) জেলা শহরের খঞ্জনপুর এলাকায় এনডিসি কার্যালয়ে সংগঠনের সাবেক সভাপতি রফিকুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে সাধারণ সভা শেষে গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। মোট ৩১ জন ভোটারের মধ্যে ২৮ জন ভোটার গোপন ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন পরিচালনা করেন সংগঠনের উপদেষ্টা আমিনুল ইসলাম। এ সময় নির্বাচন পর্যবেক্ষণ করেন বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী।
আল ইমরান,বগুড়া:নিহতরা হলেন, উপজেলার জিয়ানগর ইউনিয়নের লক্ষীমণ্ডপ পূর্বপাড়া গ্রামের আফতাব হোসেন (৭০) ও তার প্রবাসী ছেলে শাহজাহান আলীর স্ত্রী রিভা আক্তার (৩০)। বুধবার (৯ জুলাই) সকালে নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করেপুলিশ। মঙ্গলবার (৮ জুলাই) রাতের কোনো এক সময়ে তাদেরকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানায় রাতে চারজন লোক আফতাব হোসেনের বাড়িতে ঢুকে তার ও রিভার হাতপা বেঁধে শ্বাসরোধে হত্যা করেন প্রাথমিকভাবে বুঝা যাচ্ছে ধর্ষনের শিকার হয়েছে নিহত রিভা।