বিনোদন ডেস্ক : ভারত থেকে অনেক দূরে থেকেও নিজের দেশের সংস্কৃতি ভুলে যাননি বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বর্তমানে শুটিংয়ের জন্য লন্ডনে অবস্থান করছেন তিনি, আর সেখানে শ্বশুর, শাশুড়ি ও স্বামীকে নিয়ে এই তারকা মেতে উঠেছেন হোলি উৎসবে।সামাজিক মাধ্যমে রঙ উৎসবের ছবি প্রকাশ করেছেন প্রিয়াঙ্কা। এতে শ্বশুর পল কেভিন জোনাস, শাশুড়ি ডেনিস মিলার জোনাস ও স্বামী নিক জোনাসের সঙ্গে দেখা যাচ্ছে এই অভিনেত্রীকে। সেখানে প্রত্যেকের গায়ে ফুটে উঠেছে নীল-লাল আবিরের রঙ।ইনস্টাগ্রামে সবাইকে হোলির শুভেচ্ছা জানিয়ে ক্যাপশনে প্রিয়াঙ্কা লেখেন, ‘হোলি রঙের উৎসব, আমার খুব পছন্দের। আশা করছি আমরা সবাই আমাদের প্রিয়জনের সঙ্গে এই দিনটা উদযাপন করব, তবে অবশ্যই বাড়িতে! সকলকে জানাই শুভ হোলি। ’ বর্তমানে ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইমের স্পাই সিরিজ ‘সিটাডেল’র শুটিংয়ে লন্ডনে ব্যস্ত সময় পার করছেন প্রিয়াঙ্কা। এই শো-এর এক্সিকিউটিভ প্রযোজনার দায়িত্বে রয়েছেন রুশো ব্রাদার্স। এছাড়া সম্প্রতি যুক্তরাষ্ট্রে রেস্টুরেন্ট খোলেন প্রিয়াঙ্কা, নাম রাখেন ‘সোনা’। নিজের বিষয়টি ভক্তদের জানিয়েছেন এই অভিনেত্রী।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।