চট্টগ্রাম প্রতিনিধি : লোহাগাড়ার পদুয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পদুয়া ইউনিয়ন পরিষদের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতদের একজনের নাম শাহ আলম। তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার ইব্রাহিম কাজী পাড়ার বাসিন্দা। অন্য ২ জনের নাম জানাতে পারেনি পুলিশ।দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো.আব্দুর রব জানান, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী নোহা মাইক্রোবাস পদুয়া ইউনিয়ন পরিষদের সামনে দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দিলে ঘটনাস্থলে একজন মারা যান। অন্য ২ জন চকরিয়ায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।