বিনোদন ডেস্ক : ১৯৯৮ সালে নৃত্য পরিচালক আজিজ রেজার আমন্ত্রণে সায়েদাবাদে তার ড্যান্স একাডেমিতে যাবার পর সুদর্শন যে তরুণটি হাত বাড়িয়ে বলেছিলেন ‘আমি মাসুদ রানা’, তিনিই আজকের কিং খান খ্যাত শাকিব খান! ঢাকাই সিনেমার সিংহাসনে প্রায় এক যুগেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে বসে আছেন শাকিব। বছরের ব্যবসা সফল ছবির মধ্যে সবসময় এগিয়ে থাকে তার ছবি। তাকে ভালোবেসে কেউ কেউ ঢালিউড কিং বলে ডাকেন। রোববার ছিল তার জন্মদিন। ১৯৭৯ সালের ২৮ মার্চে তিনি নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করেন। তবে তার পৈতৃক বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাঘদী গ্রামে। বর্তমানে একটি সিনেমার শুটিংয়ের জন্য শাকিব এই মুহূর্তে পাবনায় অবস্থান করছেন। সেখানেই শাকিব জন্মদিনের প্রথম প্রহরে পেলেন দুটি হাতির আশীর্বাদ। জানা গেছে, নায়কের জন্মদিনকে কেন্দ্র করে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই আয়োজন করা হয়েছিলো। প্রথম প্রহরেই ঢাক-ঢোল, বাদ্যি বাজনা দিয়ে শাকিবকে অভ্যর্থনা জানানো হয়। আয়োজনে সামিল ছিলো দুটি হাতিও। শাকিবকে দেখে এগিয়ে যায় তারা। হাতি দু’টি শুর দিয়ে দিয়ে আশীর্বাদ করে শাকিবকে। শাকিবের জন্মদিনের প্রথমক্ষণের এই আয়োজনে সঙ্গে ছিলেন কলকাতা থেকে আসা নায়িকা দর্শনা। এছাড়াও বাংলাদেশি অভিনেতা শাহেদ উপস্থিত ছিলেন।