বিনোদন ডেস্ক : কখনো প্রেমিক, কখনো আদর্শবান পুলিশ অফিসার আবার কখনো বা ভূত রূপে দেখা গেছে বলিউড সুপারস্টার অক্ষয় কুমারকে! নিজকে নতুন নতুন চরিত্রে হাজির করাই যেন তার নেশা। এবার এই অভিনেতা বড় পর্দায় যাদুকর হচ্ছেন।শনিবার (২৭ মার্চ) আনন্দ এল রাই পরিচালিত ‘অতরঙ্গি রে’ সিনেমায় অক্ষয়ের লুক প্রকাশ পেয়েছে সামাজিক মাধ্যমে। যেখানে যাদুকরের পোশাকে দেখা যাচ্ছে ‘খিলাড়ি’খ্যাত এই তারকাকে। যার হাতে রয়েছে কিং কার্ড! ছবির ক্যাপশনে অক্ষয় জানান, শনিবারই ছিল সিনেমাটির শুটিংয়ের শেষ দিন। তা স্মরণীয় করতেই ছবিটি প্রকাশ করেছেন।গত ডিসেম্বরে একই সিনেমার শুটিং থেকে অক্ষয় শাহী পোশাক গায়ে মুঘল সম্রাট শাহজাহান সেজে ছবি প্রকাশ করেন। তখন লখনৌতে শুটিংয়ে ছিলেন তিনি।রোম্যান্টিক গল্পে নির্মিত হচ্ছে ‘অতরঙ্গি রে’। এতে নায়িকা সারা আলী খান। তাকে দেখা যাবে দ্বৈত চরিত্রে। এছাড়া আরও রয়েছেন দক্ষিণী অভিনেতা ধানুশকেও। ঘোষণা অনেক আগে এলেও করোনার কারণে সিনেমাটির শুটিং পিছিয়ে শুরু হয় গত ডিসেম্বরে। ‘অতরঙ্গি রে’ চলতি বছর ৬ আগস্ট মুক্তি পাওয়ার কথা রয়েছেন।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।