নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে রেল ক্রসিং পারাপারের সময় ট্রেনের ধাক্কায় তাজুল ইসলাম (৩৯) নামে অটোরিকশার এক চালক নিহত হয়েছেন।শনিবার (২৭ মার্চ) সকাল ৭টার দিকে শহরের গেটবাজার রেল ক্রসিং এ এ দুর্ঘটনা ঘটে।তাজুল ইসলাম রায়পুরা উপজেলার দক্ষিণ মির্জানগর গ্রামের পূর্বপাড়া গ্রামের ফজলুল হকের ছেলে।নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক ইমায়েদুল জাহিদী বলেন, সকালে তাজুল ইসলাম তার অটোরিকশা নিয়ে গেটবাজারের রেল ক্রসিং পার হচ্ছিলেন। এসময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টগ্রাম মেইল ট্রেনটি অটোরিকশাটিকে ধাক্কা দেয়। ট্রেনটি অটোরিকশাটি ধাক্কা দিয়ে প্রায় দুই কিলোমিটার দূরে বটতলা বাজারে নিয়ে ফেলে। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান চালক। পরে রেলওয়ে পুলিশ অটোরিকশার ভেতর থেকে চালকের মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।তিনি আরো বলেন, রেলওয়ে ক্রসিংটি অরক্ষিত। তাই চালক খেয়াল না করে রেললাইন পারাপার হতে গেলে এ দুর্ঘটনা ঘটে।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।