নমিতা ঘোষের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নমিতা ঘোষের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
 নিজস্ব প্রতিবেদক : স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা বিশিষ্ট সঙ্গীত শিল্পী নমিতা ঘোষের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও  প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শনিবার (২৭ মার্চ) এক শোক বার্তায় তিনি পরলোকগত নমিতা ঘোষের পবিত্র আত্মার শান্তি কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।এছাড়া অপর এক বার্তায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নমিতা ঘোষের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।দুপুর ১টায় রাজধানীর শাঁখারি বাজার শণি মন্দির প্রাঙ্গণে নমিতা ঘোষকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার দেওয়া হবে এবং বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে প্রয়াতের মরদেহে শ্রদ্ধা নিবেদন করা হবে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বীরগঞ্জে শিশু সন্তানকে নিয়ে ‘গ্যাস ট্যাবলেট’ খেয়ে মা-মেয়ের মৃত্যু

দালালমুক্তসহ মাদক নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালন করায় বিপাকে রাজৈর থানার ওসি