নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় নিজস্ব চাহিদার কথা বিবেচনা করে ভারত সাময়িকভাবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকা রপ্তানি বন্ধ ঘোষণা করেছে।বৃহস্পতিবার (২৫ মার্চ) বিবিসি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে।প্রতিবেদনে বলা হয়, ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। সামনে আরও অবনতি হওয়ার আশঙ্কায় সাময়িকভাবে টিকা রপ্তানি বন্ধ করা হয়েছে। আগামী এপ্রিলের শেষ পর্যন্ত রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বের সবচেয়ে বড় টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান ভারতের সেরাম ইনস্টিটিউট সম্প্রতি যুক্তরাজ্য ও ব্রাজিলসহ কয়েকটি দেশে টিকা পাঠাতে দেরি করেছে। যদিও দেশটি এ পর্যন্ত ৭৬টি দেশে ৬০ মিলিয়নের বেশি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকোর টিকা রপ্তানি করেছে।রপ্তানি কার্যক্রম বন্ধের ফলে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার আমদানিকারক দেশগুলো ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া বিশ্বব্যাপী কোভিড ভ্যাকসিন প্রক্রিয়াও প্রভাবিত হতে পারে। কেননা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বাধীন টিকা বণ্টনের এ উদ্যোগটিতে ১৯০টি দেশ রয়েছে।সেরাম ইনস্টিটিউট অক্সফোর্ড ইউনিভার্সিটি ও যুক্তরাজ্য-সুইডেনভিত্তিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার যৌথ সমন্বয়ে তৈরি এ টিকাটি ভারতে ‘কোভিশিল্ড’ নামে উৎপাদন করছে।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।