সাতক্ষীরা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে ঘিরে সাতক্ষীরার শ্যামনগরে বিশেষ তল্লাশি কার্যক্রম ও প্রস্তুতি মহড়া চালিয়েছে র্যাব। মঙ্গলবার (২৩ মার্চ) দিনভর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৬ এর চৌকস সদস্যরা এ তল্লাশি ও মহড়ায় অংশ নেন। এ সময় তারা শ্যামনগর-কালিগঞ্জ সড়কে চলাচলরত যানবাহনে ব্যাপক তল্লাশি চালান এবং বংশীপুর মোড় থেকে যশোরেশ্বরী কালিমন্দির এলাকার আশেপাশের সড়কগুলোতে মহড়া দেন। র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক সিনিয়র এএসপি বজলুর রশিদ জানান, ভারতের প্রধানমন্ত্রীর আগমনের পূর্ব মুহূর্ত পর্যন্ত তাদের এ কার্যক্রম চলবে। এ কার্যক্রমে শারীরিক তল্লাশির পাশাপাশি মাদক ও অস্ত্র উদ্ধার এবং শনাক্তে বিশেষ পারদর্শী দল অংশ নিয়েছে। র্যাবের ডগ স্কোয়াডও গাড়ি তল্লাশিতে অংশ নিয়েছে। ভারতের প্রধানমন্ত্রীর সফরে নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। নরেন্দ্র মোদী আগামী ২৭ মার্চ শ্যামনগরের যশোরেশ্বরী কালিমন্দির পরিদর্শন করবেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে অংশ নিতে আগামী ২৬ মার্চ দুইদিনের সফরে বাংলাদেশে আসছেন নরেন্দ্র মোদী।