কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও চার জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এনিয়ে রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১ জনে।মঙ্গলবার (২৩ মার্চ) বিকেলে সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনায় সকালে দুই শিশু, দুই নারীসহ সাত জনের অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করা হয়। এরপর সেখান থেকে আরও চার জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এনিয়ে রোহিঙ্গা শিবিরে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১১ জনে। এর আগে সোমবার (২২ মার্চ) বিকেল ৩টার দিকে বালুখালী ৮-ডব্লিউ নম্বর রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।