বিসিবি সভাপতি হতে চান সাকিব

বিসিবি সভাপতি হতে চান সাকিব
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হওয়ার যদি কখনো সুযোগ আসে, তবে সেটি লুফে নেবেন সাকিব আল হাসান। আর তিনি বিশ্বাস করেন, এই পদটি পেলে সংস্থাটির ইতিহাসে সেরা সভাপতি হবেন।শনিবার অনলাইনে এক লাইভ শো’তে নিজের এমন ইচ্ছের কথা জানান সাকিব। বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে অবশ্য সাকিবের সম্পর্ক বেশ ভালোই। কেননা এই অনুষ্ঠানে তিনি পাপনের প্রশংসাও করেছেন।সাকিব বলেন, ‘আমার কাছে মনে হয়, কখনও যদি বিসিবির সভাপতির মত পদে যেতে পারি তাহলে আমি যে কাজ করব ওটা বাংলাদেশের আর কেউ করতে পারবে না। অবশ্যই, ক্রিকেটে থাকলে আর বিসিবি সভাপতি হওয়ার সুযোগ আসলে আমি হতে চাইব। আমি জানি, আমি বিসিবির ইতিহাসের সেরা সভাপতি হবো। খুব ভালোভাবে বিশ্বাস করি, আমার পক্ষে এটা সম্ভব। ’

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বীরগঞ্জে শিশু সন্তানকে নিয়ে ‘গ্যাস ট্যাবলেট’ খেয়ে মা-মেয়ের মৃত্যু

দালালমুক্তসহ মাদক নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালন করায় বিপাকে রাজৈর থানার ওসি