ভয়েই পিছিয়ে যায় সাফল্য! 

ভয়েই পিছিয়ে যায় সাফল্য! 
লাইফস্টাইল ডেস্ক :জীবনে প্রায় সব কাজই আমরা করি সফলতা পাওয়ার জন্য। তবে অনেক সময় চেষ্টা করার পরও আমরা কাঙ্ক্ষিত সাফল্য পেতে ব্যর্থ হই।আর কাজে ব্যর্থ হলে প্রথমেই যেটা হয় তা হচ্ছে আমাদের আত্মবিশ্বাস কমে যায়। সামনের কাজগুলো করতে এক ধরনের ভয় ঢুকে যায়। আর বিশেষজ্ঞরা বলছেন, এই ভয়টাই আমাদের অনেক কাজে সফলতা অর্জনে বাধা হয়ে দাঁড়ায়।
এক কাজ করা যাক, কাজে সাফল্যের চিন্তা না করে আগে আসুন ভয়কে জয় করার উপায় জেনে নেই:

•    কাঙ্ক্ষিত সাফল্য পেতে জীবনের ভুলগুলোকে ভয় না পেয়ে, নতুন করে উদ্যম ও সাহস নিয়ে কাজ শুরু করতে হবে
•    ঠিক-ভুল মিলিয়েই মানুষ। কেউ সব কাজ সব সময় শুধু সঠিকটাই করবে এটা ভাবাটাও ভুল
•    অনেক মানুষের ভেতরে বা অনুষ্ঠানিক বক্তব্য দিতে চাকরির সাক্ষাৎকারের সময় অনেকেই ভয় পান। আর এই ভয়ের মূল্য অনেক দিন পর্যন্ত দিতে হয় অনেককে
•    কথা বলার ভয় এড়াতে বন্ধুদের সঙ্গে বার বার চর্চা করা যেতে পারে
•    হেরে যাওয়ার ভয়ে অনেকে চেনা পরিধির বাইরে বের হতে চান না
•    পরিচিত গণ্ডি না পেরোলে সফলতাও আটকে যাবে একটা জায়গায় এসে
•    মনে রাখতে হবে, ছোট ছোট ঝুঁকি নিয়ে নিয়েই নিজেকে তৈরি করতে হবে
•    কোনো কাজ করতে গেলে সমালোচনা হবে। সমালোচনাকে ভয় না করে শিক্ষা নিতে হবে, যেন পরবর্তীতে আগের ভুলগুলো কমানো যায়।  এভাবেই নতুন কিছু শেখা হবে, নিজেকে সমৃদ্ধ করা যাবে। ধীরে ধীরে ভয়গুলো কেটে যাবে, সাফল্যও আসবে বেশ সহজে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন