নিজস্ব প্রতিবেদক : জনপ্রিয় কথাসাহিত্যিক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, বঙ্গবন্ধুর পদের জন্য, মানুষের জন্য রাজনীতি করেছেন।শনিবার ২০ মার্চ) জাতীয় প্যারেড গ্রাউন্ডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানমালার চতুর্থ দিনের আলোচনার মূল বক্তব্যে তিনি এ কথা বলেন।‘মুজিব চিরন্তন’ প্রতিপাদ্যে ১০ দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি।শনিবার চতুর্থ দিনের আলোচনার প্রতিপাদ্য ‘তারুণ্যের আলোক শিখা’। এ আয়োজনে স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।আলোচনা পর্বে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) মহাসচিব ড. ইউসুফ আল ওথাইমিন এবং ফ্রান্সের সিনেটর ও ইন্টার পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ ফর সাউথ ইস্ট এশিয়ার প্রেসিডেন্ট জেকোলিন ডেরোমেডির ভিডিও বার্তা প্রচার করা হবে।মুহম্মদ জাফর ইকবাল বলেন, বঙ্গবন্ধুর জীবনকে বিশ্লেষণ করলে দেখা যায়, তিনি কখনও পদের জন্য রাজনীতি করেননি। তিনি সব সময় মানুষের জন্য রাজনীতি করেছেন।তিনি বলেন, বয়স হিসেবে বঙ্গবন্ধুর তারুণ্য শেষ হয়েছিল। কিন্তু বৈচিত্র্যময় তারুণ্য জীবন তার কখনও শেষ হয়নি। বঙ্গবন্ধুকে সঠিকভাবে ব্যাখ্যা করার মতো ক্ষমতা কারো নেই।মুহম্মদ জাফর ইকবাল বলেন, আজকে যাদের বঙ্গবন্ধুর লেখা বই পড়ার মতো বয়স হয়নি, তারা বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বই পড়ছে। গ্রাফিক নভেল পড়ছে। এসব বই পাঠ করে ছোট শিশুরা বঙ্গবন্ধুকে ‘সুপার হিরো’ হিসেবে চিনছে। আলোচনা পর্ব শেষে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। যাতে রয়েছে বন্ধু রাষ্ট্র জাপানের শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক আয়োজন, ‘মুজিব চিরন্তন’ প্রতিপাদ্যের ওপর টাইটেল অ্যানিমেশন ভিডিও, সমসাময়িক শিল্পীদের পরিবেশনায় বঙ্গবন্ধুর পছন্দের গান, থিমেটিক কোরিওগ্রাফি ও দুই প্রজন্মের শিল্পীদের মেলবন্ধনে মিশ্র মিউজিক পরিবেশনা।আগামী রোববার (২১ মার্চ) পঞ্চম দিনের অনুষ্ঠানের প্রতিপাদ্য ‘ধ্বংসস্তূপে জীবনের গান’। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। প্রতিপাদ্যের ওপরে আলোচনায় অংশ নেবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও ইতিহাসবিদ ড. সৈয়দ আনোয়ার হোসেন। আলোচনা পর্বে জর্ডানের বাদশার পক্ষে উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর ভিডিও বার্তা প্রচার করা হবে। সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।জাতীয় প্যারেড স্কয়ারে আয়োজিত অনুষ্ঠান টেলিভিশন ও বেতার চ্যানেল, অনলাইন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।