তানজানিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট সামিয়া

তানজানিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট সামিয়া

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দারুসসালামে ৬১ বছর বয়সী সামিয়া হাসান প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। শপথ অনুষ্ঠানে উচ্চপদস্থ কর্মকর্তারা সামিয়াকে অভিনন্দন জানিয়েছেন। শপথ অনুষ্ঠানে সামিয়া হাসান সততার সঙ্গে তানজানিয়ার সংবিধান সমুন্নত রাখবেন বলে প্রতিশ্রুতি দেন।

তানজানিয়ার প্রয়াত প্রেসিডেন্ট জন মাগুফুলির দ্বিতীয় দফায় ক্ষমতায় থাকার মেয়াদ ২০২৫ সালে শেষ হওয়ার কথা। সামিয়া সেই সময় পর্যন্ত দায়িত্ব পালন করবেন। ২০২০ সালের অক্টোবর মাসে অনুষ্ঠিত নির্বাচনে মাগুফুলি ও সামিয়া পুনর্নির্বাচিত হন। ২০১৫ সাল থেকে সামিয়া হাসান ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

গত বুধবার (১৭ মার্চ) তানজানিয়ার সরকারি টেলিভিশনে সামিয়া হাসান প্রেসিডেন্ট মাগুফুলির মৃত্যুর খবর ঘোষণা করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে মাগুফুলি মারা যান।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সীতাকুণ্ড উপজেলা সাবেক চেয়ারম্যান রাজু আটক

শ্রমিক নেতা থেকে গুন্ডা বাহিনীর প্রধান হয়েছে শাজাহান খান: আব্দুল মোনায়েম মুন্না