কক্সবাজার: কক্সবাজারের রামুতে যাত্রীবাহী মিনিবাস (রামু লাইন) ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাহমত উল্লাহ (৩৫) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ মার্চ) বেলা ১১টার দিকে চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু তেচ্ছিপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত রাহমত কক্সবাজার পৌরসভার হাসপাতাল সড়কের ফুয়াদ আল খতীব হাসপাতাল সংলগ্ন আবদুল মুনাফের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, রাহমত কক্সবাজার থেকে মোটরসাইকেল যোগে রামুর দিকে যাচ্ছিলেন। তেচ্ছিপুল নামে স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রামুলাইন নামের যাত্রীবাহী একটি মিনিবাসের (কক্সবাজার-ছ ১১-০১০৯) সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রাহমত মারা যান।রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।