বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি ও ঢাকা-১৭ আসনের সাংসদ নায়ক ফারুক সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এখন অনেকটা সুস্থ আছেন বলে সিঙ্গাপুর থেকে জানিয়েছেন তার স্ত্রী ফারহানা পাঠান। নায়ক ফারুক নিয়মিত চেকআপের জন্য গত ৪ মার্চ সিঙ্গাপুরে গিয়েছেন। ফারহানা পাঠান বলেন, ‘ফারুক এখন সুস্থ আছে, আপনারা সবাই দোয়া করবেন।’ শনিবার পরীক্ষার-নিরীক্ষার পর ফারুকের টিবি ইনফেকশন ধরা পড়ে। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে বেশ কয়েক দফায় অসুস্থ হন ফারুক। গত বছরের নভেম্বরে করোনায় আক্রান্ত হন। সেখান থেকে সুস্থ হয়ে বেশ ভালোই ছিলেন এই বর্ষীয়ান অভিনেতা। চিত্রনায়ক ফারুক ১৯৪৮ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ঢাকাই সিনেমায় অভিষেক হয় তার। এরপর অসংখ্য সিনেমায় অভিনয় করেন তিনি। কাজের স্বীকৃতিস্বরূপ জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এবং ২০১৬ সালে আজীবন সম্মাননা অর্জন করেন।