ঢাকা: রাজধানীর খিলক্ষেত এলাকার লেকসিটির একটি ১৬তলা ভবনের (করভী) পাঁচ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।রোববার (১৪ মার্চ) দুপুর ১২টা ২৫ মিনিটে ভবনটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের অপারেটর জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, ঘটনাস্থলে আমাদের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।