গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বাঘের থাবায় এক কর্মচারী আহত হয়েছে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।রোববার (১৪ মার্চ) সকালে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি হলেন শ্রীপুর উপজেলার বেলতলি এলাকার শামসুল হকের ছেলে মজনু মিয়া (৩৫)। তিনি সাফারী পার্কের কর্মচারী।
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তবিবুর রহমান বলেন, বাঘের বেষ্টনীতে তিনটি অংশ থাকে। বাঘটি বেষ্টনীর ভেতর নিচু সীমানা প্রাচীর লাফিয়ে পাশের সীমানা প্রাচীরের চলে যায়। এসময় এনক্লোজারের সামনে মজনু মিয়া বাঘটির সামনে পড়েন। এক পর্যায়ে বাঘটি মজনু মিয়াকে থাবা দেয়। এতে তার বাম বগলে জখম হয়। এসময় পার্কের অন্য কর্মচারীরা বাঘটিকে ওখান থেকে সরিয়ে দেন এবং মজনু মিয়াকে উদ্ধার করেন। পরে প্রথমে তাকে স্থানীয় আলহেরা হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এক পর্যায়ে উন্নত চিকিৎসার জন্য আহত মজনু মিয়াকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।