বঙ্গবন্ধু সাফারি পার্কে বাঘের থাবায় কর্মচারী আহত 

বঙ্গবন্ধু সাফারি পার্কে বাঘের থাবায় কর্মচারী আহত 
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তবিবুর রহমান বলেন, বাঘের বেষ্টনীতে তিনটি অংশ থাকে। বাঘটি বেষ্টনীর ভেতর নিচু সীমানা প্রাচীর লাফিয়ে পাশের সীমানা প্রাচীরের চলে যায়। এসময় এনক্লোজারের সামনে মজনু মিয়া বাঘটির সামনে পড়েন। এক পর্যায়ে বাঘটি মজনু মিয়াকে থাবা দেয়। এতে তার বাম বগলে জখম হয়।  এসময় পার্কের অন্য কর্মচারীরা বাঘটিকে ওখান থেকে সরিয়ে দেন এবং মজনু মিয়াকে উদ্ধার করেন। পরে প্রথমে তাকে স্থানীয় আলহেরা হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এক পর্যায়ে উন্নত চিকিৎসার জন্য আহত মজনু মিয়াকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন