ভোলা: ভোলার তজুমদ্দিন উপজেলায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকির কাজ করতে গিয়ে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (১৪ মার্চ) দুপুরে উপজেলার চাচড়া ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।তজুমদ্দিন ফায়ার সার্ভিসের একটি ইউনিট নিহতদের মরদেহ উদ্ধার করে। নিহতরা হলেন- শামীম (২৩), রাকিব (৩০) ও আলাউদ্দিন (৪৮)। এরা সবাই ওই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রোববার উপজেলার চাচড়া ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম চাচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকির কাজ চলছিলো। এ সময় এক শ্রমিক ট্যাংকির সেন্টারিংয়ের কাজ করতে ট্যাংকির ভেতরে যায়। সে ফিরে না আসায় অন্য শ্রমিকরাও ট্যাংকির ভেতরে নেমে আর ফিরে আসেনি।খবর পেয়ে তজুমদ্দিন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৩ জনকে মৃত অবস্থায় উদ্ধার করে। তজুমদ্দিন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব কুমার হাজরা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।