চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা-মুজিবনগর সড়কের দু-পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। শুক্রবার (১২ মার্চ) সকাল থেকে এ অভিযান শুরু হয়।দর্শনা বাসস্ট্যান্ড থেকে এই অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করা হয়।সড়কের পাশে গড়ে ওঠা পাকা ও আধা পাকা স্থাপনা বুলড্রেজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। সড়কের দু-ধারে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।অভিযানের সময় উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু, দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, কুষ্টিয়া সড়ক ও জনপথ বিভাগের ইঞ্জিনিয়ার অনুজ কুমার দে, দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান কাজলসহ বিভন্ন দপ্তরের কর্মকর্তারা।