দাউদকান্দিতে চলন্ত বাসে আগুন: নিহত ৩, আহত ১৫

দাউদকান্দিতে চলন্ত বাসে আগুন: নিহত ৩, আহত ১৫

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডে ঢাকা থেকে মতলবগামী মতলব এক্সপ্রেসের একটি চলন্ত যাত্রীবাহী বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে আগুনে পুড়ে তিন যাত্রীর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও ১৫ জন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৯ যাত্রীকে ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। দুই যাত্রীকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আর ছয়জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। দাউদকান্দির ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলে আশাপাশের বাস ও দোকানগুলো রক্ষা পায়। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, আহতদের অবস্থা আশঙ্কাজনক। জানা যায়, মরদেহগুলো দাউদকান্দি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল হক বলেন, যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন