লেভেল ক্রসিংয়ের দায়িত্বে সবসময় সতর্ক থাকতে হয় জানিয়ে তিনি বলেন, এটা শহরের প্রবেশমুখ হিসেবে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। প্রতিদিন হাজার হাজার মানুষ ও যানবাহন চলাচল করে। এজন্য সবসময়ই সতর্ক থাকতে হয়। অনেক চ্যালেঞ্জও আছে। গেট খুলতে মাত্র ২-৩ মিনিট সময় নিলে অনেকে খারাপ মন্তব্য করেন। আবার অনেকে নিজেরাই গেট খুলে চলে যান।এসব বিষয় নিয়ে মানুষের সঙ্গে হরহামেশাই তর্ক-বিতর্ক হয়। ধীরে ধীরে কাজ শিখে গিয়েছি। এ বিষয়গুলোতে এখন অভ্যস্ত। স্থানীয়ও আমার কাজে সহায়তা করে। কোনো সমস্যায় পড়লে তারা নিজেরাই এগিয়ে এসে আমার পক্ষে দাঁড়ায়।কাজ করতে গিয়ে অনেক তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় জানিয়ে তানজি বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে অনেক ভালো-খারাপ মন্তব্য শুনতে হয়। গেট খুলতে একটু সময় নিলেই অনেকে বলেন, আমি মেয়ে বলে কাজ পারি না। এই লেভেল ক্রসিংয়ে দুটি গেট। একটি গেট খুলে অন্য গেটের দিকে যেতে স্বাভাবিকভাবে ২-৩ মিনিট সময় লাগে। এটুকু সময় অনেকে অপেক্ষা না করে মন্তব্য করে বসে। অনেক সময় মানুষের কথায় খারাপ লাগে। শুরুর দিকে এই বিষয়গুলো বেশি সম্মুখীন হয়েছি। এখন আর সমস্যা হয় না।‘নিজের যোগ্যতায় আমি চাকরি পেয়েছি’ উল্লেখ করে তিনি বলেন, অনেকে এমন মন্তব্য করে মেয়েরা সবকিছুই করছে। ছেলেরা কাজ পাচ্ছে না মেয়েদের জন্য। আমি তাদেরকে বলি আমি যোগ্যতা দিয়ে চাকরি পেয়েছি। আমি যখন চাকরি পায় তখন রাজশাহী রেলওয়ে ৮৫১ জনকে নিয়োগ দিয়েছিল। তার মধ্যে ৫১ জন ছিল নারী। নিজেদের যোগ্যতা প্রমাণ দিয়ে আমরা চাকরি পেয়েছি। ছেলেদের বাদ দিয়ে আমাদের নিয়েছে এমন নই। যে যোগ্য তাকে নিয়েছে।
তিনি আরও বলেন, সমাজে ভালো মানুষ যেমন আছে, খারাপ মানুষও আছে। কারো মন্তব্যে কানে না দিয়ে নিজের কাজ করে যাওয়াই উত্তম। কে কি বলছে সেটা দেখার দরকার নেই। আমি কি করছি, কি ভাবছি, সেটাই হলো গুরুত্বপূর্ণ।তানজিলার বিশ্বাস, ইচ্ছাশক্তি থাকলে সব কাজই করা সম্ভব। তিনি বলেন, আমাদের সমাজের নারীরা চাইলে অনেক কিছু করতে পারে। কাউকে হয়তো তার পরিবার পাড়া-প্রতিবেশীরা সহায়তা করে না কিংবা স্বামী সহায়তা করে না। আমার স্বামী আমাকে সহায়তা করেছে বলে আমি এই কাজ করতে পারছি। কিন্তু সবার স্বামী তো এমন না। মেয়েদেরও কাজে সুযোগ দেওয়া উচিত। মেয়ে বলে যে কিছু করতে পারবে না, এমনটা ভাবা উচিত না। ইচ্ছে থাকলে সবই সম্ভব।