আন্তজাতিক ডেস্ক ; তৃতীয় দফায় যৌন হয়রানির অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুওমোর বিরুদ্ধে। শনিবার রাতে এনা লিস ওয়াল স্ট্রিট জার্নালে কুওমোর বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ করেন। লিস জানান, ২০১৯ সালে একটি সামাজিক অনুষ্ঠানে অশালীন আচরণ করেন। এর আগে কুওমোর বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ আনেন তার সাবেক সহকর্মী এবং রাজ্য সরকারের স্বাস্থ্য বিষয়ক নীতিমালা বিষয়ক উপদেষ্টা শার্লট ব্যানেট। গত মাসের শুরুতে লিন্ডসে বয়লান নামের তার আরেক সাবেক সহকর্মী প্রথমবারের মত যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন। প্রাথমিকভাবে সব অভিযোগ অস্বীকার করলেও তার আচরণের জন্য দু:খ প্রকাশ করেছিলেন কুওমো।তার বিরুদ্ধে করনায় মৃতের সংখ্যা লুকোচুরির অভিযোগও রয়েছে।