ওয়ান ব্যাংক লিমিটেড এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের মধ্যে সমঝোতা স্মারক

ওয়ান ব্যাংক লিমিটেড এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের মধ্যে সমঝোতা স্মারক
ডেস্ক রিপোর্ট :  ওয়ান ব্যাংক লিমিটেড এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।সোমবার (১ মার্চ) রাজধানীর গৃহায়ন ভবনে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।এই সমঝোতা স্মারক অনুযায়ী ওয়ান ব্যাংক লিমিটেড জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের প্রসপেক্টাস বিক্রয় ও জমা গ্রহণ করবে এবং এ সংক্রান্ত অর্থ সংগ্রহের সেবা প্রদান করবে।  জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. দেলওয়ার হায়দার এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব এম. ফখরুল আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও অর্থ) মো. শাহজাহান আলী, সদস্য (ভূমি ও সম্পত্তি ব্যবস্থাপনা) ড. মো. মইনুল হক আনছারী এবং ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি