স্বল্প মূলধনী ১২ টেকনোলোজি কোম্পা‌নির সঙ্গে বৈঠক করেছে বিএসইসি

স্বল্প মূলধনী ১২ টেকনোলোজি কোম্পা‌নির সঙ্গে বৈঠক করেছে বিএসইসি
ঢাকা: পুঁজিবাজা‌রের স্মল ক্যাপিটাল প্লাটফর্মে তা‌লিকাভু‌ক্ত হ‌তে আগ্রহী স্বল্প মূলধনী ১২টি টেকনোলোজি কোম্পা‌নির সঙ্গে বৈঠক করেছে নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।মঙ্গলবার (২ মার্চ) বিকাল ৩টার দি‌কে আগারগাঁও‌য়ে ‌সি‌কিউ‌রি‌টিজ কমিশন ভব‌নে এ বৈঠক অনু‌ষ্ঠিত হয়।বৈঠ‌কে সভাপ‌তিত্ব ক‌রেন বিএসইসির ক‌মিশন‌ার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহ‌মেদ।‌বৈঠকে স্বল্প মূলধনী কোম্পা‌নিগু‌লো কীভা‌বে পুঁ‌জিবাজা‌রের স্মল ক্যাপিটাল প্লাটফর্মে তা‌লিকাভুক্ত হ‌তে পা‌রে সে বিষ‌য়ে আলোচনা হয়েছে। এক্ষে‌ত্রে কোম্পা‌নিগু‌লো‌কে সা‌র্বিক সহ‌যোগিতার আশ্বাস দি‌য়ে‌ছেন বিএসইসির ক‌মিশন‌র অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহ‌মেদ।এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, দে‌শের স্বল্প মূলধনী ১২টি টেকনোলোজি কোম্পা‌নির প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছে কমিশন। বৈঠকে তারা কীভাবে পুঁজিবাজা‌রের স্মল ক্যাপিটাল প্লাটফর্মে তা‌লিকাভু‌ক্ত হ‌তে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে। কমিশন কোম্পানিগুলোকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিয়েছে।কোম্পানিগুলো হলো- সেবা ডট এক্সওয়াইজেড, চালডাল, যান্ত্রিক, ল্যান্ডনক, হ্যালো টাস্ক, বনডেস্টিন টেকনোলোজিস, ব্রোইনস্টেশন২৩, ই-কুরিয়ার, কাশ ফুড, সেমড, ডিভাইন আইটি ও এনানোভাস আইটি। প্রসঙ্গত, স্বল্প মূলধনী কোম্পানিগুলোকে উভয় স্টক এক্সচেঞ্জে স্মল ক্যাপিটাল প্লাটফর্মে তালিকাভুক্তির উদ্যোগ নেয় বিএসইসি। বিএসইসির ৫৬৫তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন