প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের তথ্য চেয়েছে সরকার

প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের তথ্য চেয়েছে সরকার

অনলাইন ডেস্ক : দেশের সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, সংযুক্ত প্রাথমিক বিদ্যালয় এবং ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীদের তথ্য চেয়েছে সরকার। শিক্ষার্থীদের ইউনিক আইডি দিতে এই তথ্য চাওয়া হয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদফতরের ‘প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের প্রোফাইল প্রণয়ন প্রকল্প’ থেকে এ তথ্য চেয়ে আদেশ জারি করা হয়েছে। আদেশে দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে জরুরি ভিত্তিতে এ তথ্য পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে। আদেশে বলা হয়েছে, ‘প্রাথমিক শিক্ষা অধিদফতরের আওতায় বাস্তবায়নাধীন  প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের প্রোফাইল প্রণয়ন প্রকল্পের মাধ্যমে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের ডাটা তৈরি, ইউনিক আইডি কার্ড দেওয়া হবে। ইউনিক আইডি কার্ড প্রস্তুত করতে প্রাথমিক পর্যায়ের সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ছাড়াও সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত প্রাথমিক বিদ্যালয় এবং ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীদের তথ্য প্রয়োজন। এমতাবস্থায় উপজেলাভিত্তিক নির্ধারিত ছক অনুযায়ী জরুরিভিত্তিতে তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হলো।’

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন