স্পোর্টস ডেস্ক : আইপিএল ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় ও জাঁকজমকপূর্ণ ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগ। আছে কাঁড়ি কাঁড়ি অর্থের ঝনঝনানি আর চোখ ধাঁধানো ক্রিকেট মঞ্চ।
সবই ঠিক আছে। কিন্তু ক্রিকেটটাই যেন নেই। এমনটাই মত একসময় বিশ্ব মাতানো ফাস্ট বোলার ডেল স্টেইনের।আইপিএলের সঙ্গে স্টেইনের সখ্য বেশ পুরনো। গত আসরেও রয়্যাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে খেলেছেন সাবেক প্রোটিয়া স্পিড স্টার স্টেইন। কিন্তু এবার নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি। তবে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ঠিকই খেলে যাছেন তিনি। আর এখন তার উপলব্ধি, আইপিএলের থেকে পাকিস্তান এবং শ্রীলঙ্কার লিগে ক্রিকেট অনেক বেশি প্রাধান্য পায়।পাকিস্তানের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে স্টেইন বলেন, ‘আসলে আমার একটু বেশি সময় প্রয়োজন ছিল। আইপিএলের থেকে এই লিগগুলোয় ক্রিকেটাররা অনেক বেশি সময় পায়। আইপিএলে বড় নাম, বড় দল থাকে। টাকার ওপর অনেক বেশি জোর দেওয়া হয়। শুধু ক্রিকেটটাই যেন হারিয়ে যায়। ’ একসময়ের র্যাংকিং সেরা এই বোলার আইপিএলে ৯৫টি ম্যাচ খেলে নিয়েছেন ৯৭টি উইকেট। রয়্যাল চ্যালেঞ্জার্সের আগে তিনি খেলেছেন ডেকান চার্জার্স, গুজরাট লায়নস, সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে। হায়দরাবাদ তাকে কিনেছিল সাড়ে ৯ কোটি রুপিতে।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।