নিজস্ব প্রতিবেদক :৪২তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বিভিন্ন কেন্দ্রে বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত ২০০ নম্বরের এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৪৫৩ জন পরীক্ষার্থী। গতকাল রোববার সরকারি কর্ম কমিশন (পিএসসি) প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পিএসসির জনসংযোগ কর্মকর্তা ইশরাত শারমীনের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার ৪২তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২০ এর এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা ঢাকার ২৫টি হলে অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষায় আবেদনকারী প্রার্থীর সংখ্যা ৩১ হাজার ২৬ জন এবং অংশগ্রহণকারী প্রার্থীর সংখ্যা ২৭ হাজার ৫৭৩ জন। অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৪৫৩ জন। পরীক্ষার সব কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।