পুরনো বদলে নতুন মোবাইল দেবে মটোরোলা

পুরনো বদলে নতুন মোবাইল দেবে মটোরোলা
ঢাকা: যেকোন ব্র্যান্ডের নতুন বা পুরনো মোবাইলফোন বদলে নতুন মোবাইল দেবে জনপ্রিয় মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড মটোরোলা। বাংলাদেশের মোবাইল হ্যান্ডসেট ব্যবহারকারীদের জন্য এই সুযোগ নিয়ে এসেছে দেশে মটোরোলার ন্যাশনাল পার্টনার সেলেক্সট্রা লিমিটেড। শনিবার (২৭ ফেব্রুয়ারি) সেলেক্সট্রার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মোবাইল হ্যান্ডসেট বদলের এই কাজে মটোরোলাকে সহযোগিতা করছে জিঙ্গো প্রাইভেট লিমিটেড (এক্সচেঞ্জ প্রোগ্রাম পার্টনার)। রাজধানীতে জিঙ্গোর বিভিন্ন রিটেইল শপ থেকে স্মার্টফোনপ্রেমীরা এ সুবিধা উপভোগ করতে পারবেন। বসুন্ধরা শপিং কমপ্লেক্সে চারটি, উত্তরায় পাঁচটি এবং মিরপুরে জিঙ্গোর একটি রিটেইল শপ আছে।  যেকোনো ব্র্যান্ডের সঙ্গে মটোরোলা ফোন এক্সচেঞ্জ করলে জিঙ্গো থেকে গ্রাহকরা পাবেন গিফট ভাউচার।
যেভাবে মোবাইল এক্সচেঞ্জ করা যাবে:
কেউ যদি নিজের ফোনটি বদলে বা এক্সচেঞ্জ করে নতুন মটোরোলার স্মার্টফোন নিতে চান তাহলে তাকে ব্যবহৃত ফোনটি নিয়ে পার্শ্ববর্তী জোঙ্গোর রিটেইল শপে যেতে হবে।  সেখানে ফোনটি যাচাই-বাছাই করে একটি মূল্য নির্ধারণ করা হবে।  ধরা যাক, যাচাই-বাছাইয়ের পর যেকোনো ব্র্যান্ডের পুরনো একটি মোবাইলের বিক্রয় মূল্য ১২ হাজার টাকা নির্ধারণ করা হলো।  এখন ওই ক্রেতা যদি ফোনটি বদলে মটোরোলার ১৭ হাজার টাকা মূল্যের একটি নতুন স্মার্টফোন নিতে চান তাহলে তাকে ফোনটির সঙ্গে অতিরিক্ত ৫ হাজার টাকা পরিশোধ করে নতুন মটোরোলা ফোনটি নিতে পারবেন।  তবে, বন্ধ বা লকড মোবাইল এই এক্সচেঞ্জ অফারের আওতায় পড়বে না।
এই অফারটি পেতে গ্রাহককে সঙ্গে করে ফোনের ক্যাশ মেমো ও বক্স নিয়ে যেতে হবে। যদি কারও কাছে এগুলো না থাকে তাহলে সতর্কতার জন্য জাতীয় পরিচয়পত্র সঙ্গে নিতে হবে। তবে, কেউ ক্যাশ মেমো বা মোবাইল বক্স নিয়ে গেলে নতুন স্মার্টফোনে অতিরিক্ত ছাড় পাবেন। প্রতিটি ফোন একচেঞ্জের সঙ্গে গ্রাহক মটোরোলা থেকে ৫শ টাকা থেকে ২ হাজার টাকার ভাউচার পাবেন।
এ বিষয়ে সেলেক্সট্রা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাকিব আরাফাত বলেন, ‘মটোরোলার স্মার্টফোনের এই এক্সচেঞ্জ অফারটি চালু করতে পেরে আমরা আনন্দিত। এখন স্মার্টফোন ব্যবহারকারীরা সহজেই নিজের পুরনো ফোনটি বদলে মটোরোলার আধুনিক ফিচার সমৃদ্ধ স্মার্টফোন নিতে পারবেন। ’
মটোরোলা বাংলাদেশের ফেসবুক পেইজ থেকে এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে:-https://www.facebook.com/HelloMotoBangladesh

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি