যুক্তরাষ্ট্র সফরে বাংলাদেশ নিয়ে নেতিবাচক প্রচারণার জবাব দেবো: পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্র সফরে বাংলাদেশ নিয়ে নেতিবাচক প্রচারণার জবাব দেবো: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র সফরকালে সেখানকার গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে নেতিবাচক প্রচারণার জবাব দেবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা জানান। ড. মোমেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, বিদেশে বাংলাদেশ নিয়ে অনেক নেতিবাচক প্রচারণা চালানো হয়। বিশেষ করে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে অনেক সমালোচনা হয়। যুক্তরাষ্ট্র সফরকালে সেখানকার দু’টি গণমাধ্যমে সাক্ষাৎকারে বাংলাদেশ নিয়ে নেতিবাচক প্রচারণার জবাব দেবো। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নতুন সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে ওয়াশিংটনে যাচ্ছি। সেখানে সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হবে। আন্দামান সাগরে ভাসা রোহিঙ্গাদের বাংলাদেশ আশ্রয় দেবে কিনা জানতে চাইলে তিনি বলেন, যারা মানবাধিকার নিয়ে কথা বলে তারা আশ্রয় দিক। আমরা আর কোনো রোহিঙ্গা আশ্রয় দিতে পারবো না। ড. মোমেন জানান, সৌদি আরবে বাংলাদেশি গৃহকর্মী আবিরন হত্যার রায়ে সৌদি নাগরিকের মৃত্যুদণ্ড হয়েছে। এটা খুব ইতিবাচক। এই রায়ের ফলে আমাদের প্রত্যাশা সেখানে নারী গৃহকর্মীদের ওপর নির্যাতন কমবে। গতকাল সোমবার রাতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে ড. মোমেন তিনদিনের সফরে ওয়াশিংটনের পথে রওনা হন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন